চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব
রিকশাভ্যানে ফেরি করে সবজি বেচা আয় দিয়ে সংসার চলত জাহাঙ্গীর হোসেনের। বাসের ধাক্কায় ভ্যান উল্টে জাহাঙ্গীরের কোমরের হাড় ভেঙে গেলে দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয় তাঁকে। বন্ধ হয়ে যায় আয়ের পথ। প্রথমে ধার-দেনা করে, পরে গরু, ভিটেমাটি সব বিক্রি করে এবং শেষে সমিতির কাছ থেকে ঋণে টাকা নিয়ে চলে চিকিৎসা। দুই মেয়ে, এক ছেলের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। পেট চালানোর দায়ে জাহাঙ্গীরের স্ত্রী সাবিনা আক্তার বাড়ি বাড়ি ঝিয়ের কাজ নেন। তাতে কি আর সব খরচ সামাল দেওয়া যায়? ধার-দেনা শোধ করতে না পারায় পাওনাদারদের...
Posted Under : Health News
Viewed#: 57
See details.

